06 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

‘ওয়েলকাম’ হাথুরুসিংহ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চন্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে আসছেন, শোনা যাচ্ছে। এনিয়ে আপনার মন্তব্য কী? সিলেটে বিপিএল খেলা শেষে সাকিব আল হাসানকে এমন প্রশ্ন করা হলে বেশ গুরুগম্ভীরভাবেই উত্তর দিয়েছিলেন দুই শব্দে, ‘নো কমেন্টস।’ আরেকটি প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে, হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে কেমন লাগে? সাকিবের উত্তর, ‘ঠিক আছে।’

জাতীয় দলের অধিনায়ককে এই দুটি প্রশ্ন করা হয়েছিল গত ৩১ জানুয়ারি। সেদিন সকালে অস্ট্রেলিয়া থেকে খবর আসে, হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়েছেন। তখন থেকেই জল্পনা কল্পনা শুরু হয়, তিনি বাংলাদেশে ফিরছেন। কিন্তু বিসিবির কেউই তা স্বীকার করছিলেন না। দিনভর নানা উদ্বেগ, উৎকণ্ঠায় কাটার পর সন্ধ্যার পরপরই বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শ্রীলঙ্কার হাথুরুসিংহে বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে চুক্তিভূক্ত হচ্ছেন। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিজ বাসভবনে তার আসার খবর নিশ্চিত করেছেন।

২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়া হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনছে বিসিবি। দুই বছরের জন্য তিন ফরম্যাটের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণ করতে ৫৪ বছর বয়সী কোচ সোমবার রাতে ঢাকা আসছেন।

দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব ‘নো কমেন্টেসে’ হাথুরুসিংহকে স্বাগত জানালেও বাকি সতীর্থরা ‘ওয়েলকাম’ বলছেন। তবে তার দ্বিতীয় মেয়াদে ফেরা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে।

বর্তমানে পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদ হাথুরুসিংহেকে পেয়ে রোমাঞ্চিত, ‘আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের কোচ হাথুরুসিংহে আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে… ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম, ওরা আগের থেকে একটু পরিণত খেলোয়াড়। দলের অবস্থান আরো ভালো।’

বাংলাদেশ ক্রিকেটে এখন নির্ভরতার আরেক নাম মেহেদী হাসান মিরাজ। হাথুরুসিংহের অধীনে তার আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল। প্রথম কোচ ফেরায় মিরাজও খুশি, ‘আমার অভিষেকের সময় হাথুরুসিংহে কোচ ছিলেন। বাংলাদেশের সবকিছুই তিনি জানেন। প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তার এই সমস্যা থাকবে না। তিনি সবাইকে নিয়ে আগে কাজ করেছেন। কাকে নিয়ে কী করতে হবে, তিনি এটা ভালো জানেন। তাই খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই এটা ভালো কাজ করবে।’

মোসাদ্দেক হোসেন সতীর্থ মিরাজের সুরে সুর মিলিয়েছেন, ‘যে কোচ আসছেন, তিনি তো আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি পরিচিত কোচ। নতুন কেউ নয়। আশা করছি ভালো কিছুই হবে। আমাদের কাজটা হচ্ছে ভালো খেলার চেষ্টা করা।’ তবে বেশি কিছু বলতে চাইলেন না ইবাদত হোসেন। শুধু বললেন, ‘ওয়েলকাম কোচ।’

দ্বিতীয় মেয়াদে ফিরে হাথুরুসিংহে ভালো করবে বলেই বিশ্বাস করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন, ‘হাথুরুসিংহে বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আমাদের খেলোয়াড়দের খুব ভালো চেনে। আমাদের ক্রিকেট ভালোভাবেই ওর নখদর্পণে আছে। আশা করছি ভালো কিছু হবে। বাকিটা সময় বলবে। যখন প্রথম এসেছিল বয়স ৪৬ ছিল, তরুণ ছিল। এখন অনেক অভিজ্ঞ হয়েছে। আমরা পরিণত হাথুরুকে পাবো। ভালো হওয়ার চিন্তা করেই তো বিসিবি ওকে আনছে। আশা করছি ভালো কিছু হবে।’

তবে তার ফেরাটা খুব ভালোভাবে নেননি বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে। কারণ, তা না হলে আসলে এভাবে আমরা… (ফিরিয়ে আনছি)। কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর দায়িত্ব পালন করার পর যখন হাথুরুসিংহে বাংলাদেশ ছাড়েন, তখন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে একগাদা অভিযোগ করেছিলেন তিনি। ক্রিকেটারদের মানসিকতা ও নিবেদনের ঘাটতি নিয়ে বিরক্ত ছিলেন। বিশেষ করে দেশ ও দলের প্রতি সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীলঙ্কান এ কোচ। তাকেই আবার বোর্ড ফিরিয়ে আনছে সাকিব, তামিম, মুশফিকদের ‘হেড মাস্টার’ বানিয়ে। এবার তার ফেরাটা কেমন হয় সেটাই দেখার।