22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

Share

দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দেশের বিভিন্ন প্রান্তের চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলতে চান। অবশেষে তাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা।

এরপর ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *