16 May 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

গুম-খুনের ঘটনায় সরকারের বিচার হবে: ফখরুল

Share

দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে’সহ বিভিন্নভাবে গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে ‘স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা স্পষ্টত বলছি, গুম ও খুনের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। অন্যথায় গুমের সঙ্গে জড়িত থাকার কারণে এই সরকারকেও বিচারের সম্মুখীন করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। ইতোমধ্যে আমাদের আন্দোলনে সরকার ভয় পেয়ে লাঠিয়াল বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তারপরও বলতে চাই, কোনও লাঠিয়াল বাহিনী দিয়ে কাজ হবে না। এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দলের নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *