30 April 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

হচ্ছে না বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

প্রথা অনুযায়ী প্রতি বিশ্বকাপের আগেই হয়ে থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু শেষ মুহূর্তে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হচ্ছে না বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

তার পরিবর্তে ভারত-পাকিস্তান মহারণের আগে কিংবা বিশ্বকাপ শেষে জমকালো আয়োজনের কথা ভাবছে আয়োজক বোর্ড, ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এমন অদ্ভুত ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি জানায় জি নিউজ। আগামীকাল ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানের।

৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে আগের বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউ জিল্যান্ড। ১৪ অক্টোবর এই মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই মাঠে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচের আগে কিংবা বিশ্বকাপ শেষে এই মাঠে অনুষ্ঠান করার কথা ভাবছে বিসিসিআই।

গত কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছিলো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। রনবীর সিং, তামান্না ভাটিয়া, আরজিত সিং ও আশলা ভোসলের মতো কিংবদন্তী শিল্পিদের পারফর্ম করার কথা ছিল। এ ছাড়া ফায়ার ওয়ার্কসসহ বর্ণিল লেজার শো হওয়ার কথাও ছিল।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল হবে ক্যাপ্টেনস ডে। এখন দেখার বিষয় আয়োজক দেশ ভারতের ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে নাকি তা ছাড়াই বিশ্বকাপের দামামা বেজে যাবে!