22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সিলেটের ডিআইজিকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা

Share

স্টাফ রিপোর্টার:
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম কে বদলি জনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। বুধবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সওজ প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন ও মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক -সাংস্কৃতিক ও রাজনীতি ব্যক্তিবর্গ।
বক্তারা বিদায়ী ডিআইজিকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।