16 February 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Share

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মৌলভীবাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় “বৃক্ষরোপণ কর্মসূচি -২০২২” অনুষ্ঠিত হয়েছে।।
মঙ্গলবার (৯ আগস্ট) শাখা প্রাঙ্গণে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিলেট বিভাগের প্রধান বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ। সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচিসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *