14 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ইসরায়েল গাজায় হামলা বন্ধে সম্মত হয়েছে

Share

তিন দিন ধরে চলা হামলা বন্ধে ইসরায়েল ও অবরুদ্ধ গাজা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। রোববার এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি ‘জঙ্গিদের তাৎক্ষনিক হুমকির’ কারণে তারা হামলা চালিয়েছে।

ইসলামিক জিহাদ জঙ্গিরা এবং ইসরায়েল মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে, তবে আনুষ্ঠানিকভাবে আলোচনা এখনও চলছে।
এর আগে ২০২১ সালের মে মাসে ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরায়েলি নিহত হয়। ওই ঘটনার পর চলতি বছর গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, লক্ষ্য অর্জিত হওয়ায় ইসরায়েলি বাহিনী রোববার হামলার মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। গাজার ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধী দল ইসলামিক জিহাদের পক্ষ থেকে জানানো হয়, হামলা বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজী হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *