অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে শনিবার রাতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বুকে গুলিবিদ্ধ হয়ে মুহাম্মাদ আজিজি (২৫) নিহত হয়েছেন এবং আবদুল রহমান জামাল সুলেমান সোব (২৮) মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পরে নাবলুসের পুরানো শহরের আল-ইয়াসমিনা এলাকায় হামলা চালায় এবং বিস্ফোরক ও বন্দুক দিয়ে হামলা শুরু করার আগে একটি বাড়ি ঘিরে ফেলে। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, কমপক্ষে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।
নাসের ইস্তিতিয়া নামে এক প্রতিবেশী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বাড়িতে ব্যাপক গুলি চালানোর আগে তিনি বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনেছিলেন।
তিনি বলেন, ‘তারা একজনের নাম ধরে ডাকছিল, তাকে আত্মসমর্পণ করতে বলছে।’
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।