20 September 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ঈদে ৬৬ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন

Share

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। কেবল ঈদের আগের দুই দিনে (৮ ও ৯ জুলাই) বিভিন্ন উপায়ে ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন।

ঢাকার বাইরে যাওয়া মোবাইল সিমের হিসাব থেকেই এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
গত রমজানের ঈদে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না। মন্ত্রী চারটি মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের হিসাবের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যান ফেসবুক পোস্টে জানান। সেখানে তিনি লিখেছেন, শুক্রবার ও শনিবারে রবির মোট ১৫ লাখ ৪৫ হাজার, গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৬৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর এই হিসাবের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া প্রকৃত মানুষের সংখ্যা অনেক বেশি। অধিকাংশ মানুষই পরিবারসহ ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই যেমন মোবাইল ব্যবহার করেন না তেমনি আবার অনেকেই আছেন একাধিক সিমও ব্যবহার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *