20 April 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

দুর্যোগের সময় যারা মানুষের পাশে তাদেরকেই স্মরণ করবে

Share

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীম বলেছেন, দুর্যোগের সময় যারা মানুষের পাশে থাকবে তাদেরকেই মানুষ সব সময় স্মরণ করবে। তাই এই দুঃসময়ে দল-মত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। মাহবুবুল আলম শামীম শুক্রবার সকালে কামিনীগঞ্জবাজারে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরনকালে এসব কথা বলেন।

জুড়ী উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে জুড়ীতে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জুড়ীর কৃতি সন্তান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীমের বাসভবনের সামনে শুক্রবার পানিবন্দী অসহায় পাঁচ শতাধিক মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ বিতরণ করা হয়েছে।‌

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের ৮৮ সালে বন্যা মোকাবিলার কথা উল্লেখ করে শামীম বলেন, জাতীয় পার্টি দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকে।

তিনি বলেন, জাতীয় পার্টি জুড়ী ও কুলাউড়া কুলাউড়ার আহবায়ক কমিটি বন্যার শুরুতেই দুটি উপজেলায় আমাদের সহযোগিতায় ও তাদের নিজ নিজ উদ্যোগে ত্রান কার্যক্রম পরিচালনা করেছে।‌ জাতীয় পার্টি অতীতেও মানুষের পাশে ছিল ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।‌

জুড়ি উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিকে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে
ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান শামীম। ঈদের পরেও জাতীয় পাটির এ ধরণের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।‌

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জুডী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. রুবেল আহমেদ, সদস্য সচিব সুরমান আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মাওলানা আজম খান, জাতীয় পার্টির নিবেদিত প্রাণ বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, জহির রায়হান, শাহাদত হোসেন, আজমল মিয়া, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *