
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (০৫ জুলাই) বড়লেখার সীমান্তবর্তী নিউপাল্লাথল এলাকার বাতামোড়াল নামক স্থান হতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৩ জন রয়েছেন।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৮৫ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ৪২ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এছাড়াও আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।
বিজিবি জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থানে ১০ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আনুমানিক ১ থেকে ৬ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে তারা ভারতে যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতরা বাংলাদেশী নাগরিক। তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।