05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাজনগরে সরকারি জমি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের রাজনগরের কালারবাজারে সরকারি জমি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছ । এ সময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে দোকান কোটা নির্মাণকে কেন্দ্র করে উত্তরভাগ ইউনিয়ন  যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান আজাদ ও অপর পক্ষে উত্তরভাগ ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য মজনুর রহমান গংদের মাঝে দোকানকোটা নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। 

বৃহস্পতিবার প্রকাশ্যে আজাদ গ্রুপ দোকান ভাঙ্গতে আসলে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। পরে মজনু গ্রুপ পিছু হটলে আজাদ গ্রুপ নবনির্মিত টিনসেটের স্থাপনায় ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়।

জানতে চাইলে যুবদল নেতা মজনুর রহমান বলেন, বাজারে পানি উন্নয়ন বোর্ডের সড়কের পাশে আজাদের জমি রয়েছে। তিনি বলেন, আজাদ ওয়াপদার জমি বন্দোবস্ত এনেছেন এটি সবাইকে বলছেন। কিন্তু এটার কোন বৈধতা নাই। পানি উন্নয়ন বোর্ড একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এতে বলা আছে কেউ এই জমি ব্যবহার করতে পারবে না। ওয়াপদার সড়কের পাশে এই জায়গায় আমরা একটি ঘর তুলেছি। আজ সে তার ভাই সিরাজী, চাচাসহ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের দোকান ভাংচুর করেছে।

জানতে চাইলে উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান বলেন, এখানে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর সামনে পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা রয়েছে। নিয়ম অনুয়ায়ী পিছন যার সামন তার। এই হিসেবে ভোগ করছি। তিনি বলেন, সম্প্রতি একটি মিথ্যা হত্যা মামলায় আমি কারাগারে থাকায় মজনুর রহমান,কালাম ও সাব্বির এই জায়গায় এসে স্থাপনা নির্মাণ করে। আজ আমরা এটি ভেঙ্গে দিয়েছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোর্শেদুল আলম খান বলেন, খবর পেয়ে সরেজমিনে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাবার আগেই সংঘর্ষ থেমে যায়। তবে ইটপাটকেল ছুড়াতে কয়েকজন আহত হয়েছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, এ ধরনের খবর এখনো পায়নি।