05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামী আটক

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে হত্যা মামলার প্রধান আসামী মাসুক মিয়াকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকা থেকে বুধবার রাতে আটক করেছে পুলিশ। জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এঘটনায় নিহত দুই বোনের মা হাজেরা বেগম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এদিকে গত ৩১ মে কমলগঞ্জের লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। লাউয়াছড়ায় গাছ কেটে সড়কে উপর ফেলে সিএনজি, মোটর সাইকেল, মাইক্রোবাস ও দুটি ট্রাক থামিয়ে ডাকাতদের ১০-১৫ সদস্যের একটি দল যাত্রীদের কাছ থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন, নগদ টাকা স্বর্ণালংকারসহ মোট ১০লক্ষ ৭৯ হাজার টাকার মালামাল নিয়ে যায়। আটকদের কাছ থেকে ডাকাতিতে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার ও ডাকাতিতে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

এছাড়াও শ্রীমঙ্গলে বিকাশের টাকা ছিনতাই নাটক সাজিয়ে আত্নসাৎ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ২লক্ষ ২১হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির ও শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম।

সট: অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা