14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

যৌথ বাহিনীর হাতে আটক সাদিককে পাওয়া গেল ঢাকায়

Share

নিজস্ব প্রতিবেদক::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর গ্রামের হেলালুর রহমানের ছেলে সাদিকুর রহমানকে গত ৪ জানুয়ারি বাড়ি থেকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী। আটকের ২৩ দিন পর ঢাকার হাতিরঝিল এলাকা থেকে উদ্ধার করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) সকালে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে হাতিরঝিলের পাশে মুখোশ পরিহিত অচেতন এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাতিরঝিল থানা পুলিশের একটি দল অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এরপর তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিবার সাদিকুর রহমানকে শনাক্ত করে।
পরিবার সূত্র জানায়, গত ৪ জানুয়ারি আওয়ামী দলীয় চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপুর নেতৃত্বে ছাত্রদল নেতা সাজিদুর রহমান সোহানের বাড়িতে পুলিশ ও যৌথ বাহিনী মিলে অভিযান চালায়। এসময় সোহানকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাই সাদিকুর রহমানকে যৌথ বাহিনী নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ পায়নি পরিবার। পরে আজ তার খোঁজ পাওয়া যায় ঢাকায়।
সাদিকের চাচা দিলালুর রহমান জানান, চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, পুলিশ ও যৌথ বাহিনী নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ভাতিজা সাজিদুর রহমান সোহানকে গুম বা হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। এতোদিন থেকে আমরা তাকে খোঁজে খোঁজে হয়রান। অবশেষে তাকে আমরা পেলাম।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুর রহমান বলেন, সকালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল একটি ঝোপের ভেতর থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। পরে তার পরিচয় পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করি। বর্তমানে ছেলেটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।