ফটোনিউজবিডি ডেস্ক::
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর লেক পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান এনটিসির চা শ্রমিকরা। লেকটি উপজেলার মাধবপুর চা বাগানের ভিতরে ৫০ একর জায়গা নিয়ে অবস্থিত। এই লেকটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন। বুধবার (২০ নভেম্বর) বিকেল থেকে পর্যটক ও স্থানীয় লোকজনকে ঢুকতে দিচ্ছে না তারা। দেশ বিদেশের অনেক পর্যটক লেক দেখার জন্য এসে না দেখেই ফিরে যাচ্ছেন।
এর আগে গত ২০ অক্টোবর থেকে বকেয়া মজুরীর দাবীতে অনির্দিষ্টকালের কালের কর্মবিরতি পালন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা। এনটিসির ফাঁড়ি বাগানসহ ১৬টি চাবাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রাপ্য মজুরী না পেলে কাজে যোগদান করবেন না। পাশাপাশি মাধবপুর লেকও বন্ধ থাকবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালি কমিটির সভাপতি ধনা বাউরি বলেন, শ্রমিকদের আড়াই মাসের মজুরি বকেয়া আছে। আমাদের শ্রমিকদের ঘরে খাবার নেই। তারা অনেক কষ্ট করে চলছেন। এখন পেটে ক্ষুদা নিয়ে শ্রমিকেরা কাজ করবেন কীভাবে? মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না। আন্দোনের অংশ হিসেবে শ্রমিকরা মাধবপুর লেকে প্রবেশ বন্ধ করে দিয়েছেন।
এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক বলেন, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ পুনর্গঠন না হওয়ার কারণে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে। আশা করছেন, শিগগিরই পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ গঠন হবে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারবেন।