23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে ৩ বিএনপি নেতা কারাগারে

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩ বিএনপি নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (২৬ মে) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, নির্বাচনকালীন সময়ের করা মামলায় মৌলভীবাজার আদালতে হাজির হয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপির-সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমেদ, উপজেলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া’কে আদালতে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নাকচ করেন।

এর আগে একই মামলায় তাঁরা হাইকোর্টের দেয়া অন্তর্বর্তিকালীন জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এই তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রীস আলী বিষয়টি নিশ্চিত করেন।