স্টাফ রিপোর্টার::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ। শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে নির্বাচন থেকে সরে দাড়ানোর কথা জানান।
ফেসবুক লাইভে এসে আহমেদ রিয়াজ বলেন, প্রশাসনের উপর আমার কোন অভিযোগ নেই। তবে আমি দিন শেষে বুঝতে পারলাম এই নির্বাচন সুষ্ঠু হবে না। মানুষের ভোট আমি রক্ষা করতে পারবো না। তাই আমি নির্বাচন বয়কট করলাম। কারণ দিন শেষে দেখা যাবে সরকার দলীয় প্রার্থী শাহাব উদ্দিনের বিরুদ্ধে প্রসাশনসহ কেউ যাবে না। এমনকি নির্বাচনের সময় আমাকে যারা সমর্থন দিয়েছেন তারাও মূলত এন্ট্রি আওয়ামীলীগ। আমাকে যারা ভালোবেসেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তখন মন্ত্রী শাহাব উদ্দিন বলবেন আমাকে ভালোবেসে জনগন ৭০% ভোট দিয়েছে।
তিনি আরো বলেন, আমি জনগনের ভোট রক্ষা করতে গেলে আমার যারা সমর্থনকারী এজেন্ট হবে তারা নিরাপত্তায় থাকতে পারবে না। তাই আমি চাই না আমাকে যারা সমর্থন করে ভালোবাসে তারা মামলা কিংবা হয়রানীর শিকার হোক। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচন থেকে আমি সরে গেলাম। আগামীকাল ৭ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা কেউ আসবেন না। আমি এমপি হওয়ার চেয়ে মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া বেশি জরুরী।