23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শাদাবের কণ্ঠে আক্ষেপ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

বড় আশা নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ তার সিকি ভাগও পূরণ করতে পারেননি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। বিশ্বকাপে এমন ভরা-ডুবির বড় দায় পড়ে বাবরের কাঁধে। সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

দেশটির অনেক সাবেক ক্রিকেটারই বাবর সরে যাওয়ায় খুশি হয়েছেন। তাছাড়া ক্রিকেট বোর্ডেও বড় পরিবর্তন এসেছে। নির্বচাক প্যানেল ঢেলে সাজানো হয়েছে। সবকিছুই পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই করা হয়েছে। তবে শাদাব খান মনে করেন, বাবরের নেতৃত্ব তিনি উপভোগ করতেন।

তবে শাদাব এটাও মনে করিয়ে দিয়েছেন যে, বাবরের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তিনি বলেছেন, ‘দেখুন, সবারই নিজের সিদ্ধান্ত বলে একটা বিষয় আছে। বাবর তার নিজের সিদ্ধান্তেই সরে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে পাকিস্তান দলে আমাদের দারুণ সময় কেটেছে।’

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পান বাবর আজম। এছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। অবশ্য তার নেতৃত্বে কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। যদিও র‌্যাঙ্কিংয়ে বেশ কবারই দাপট দেখিয়েছে তারা।

এদিকে বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির প্রশংসা করে শাদাব বলেন, ‘এখন শাহিন দায়িত্ব নিয়েছে। আমরা এ নিয়ে রোমাঞ্চিত। আমরা পিএসএলে শাহিনের নেতৃত্ব দেখেছি। ভালোই মনে হয়েছে।’