23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

২৪১ রানে শ্রীলংকাকে আটকে দিল আফগানিস্তান

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন পাথুম নিশাঙ্কান। আফগানিস্তানের বিপক্ষেও দলকে শক্ত ভিত গড়ে দেন এই ওপেনার। সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছেন কুশল মেন্ডিস-সাদিরা সামারাবিক্রমারা। তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তাই লঙ্কানদের সংগ্রহটাও আড়াইশো ছাড়ায়নি।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী।

আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিমুথ করুণারত্নেকে হারায় শ্রীলঙ্কা। ফারুকীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৫ রান।

করুণারত্নে দ্রুত ফিরলেও সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন তিনি। ৪৬ রান করে নিশাঙ্কা ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর মেন্ডিসও আর বেশিক্ষণ টিকতে পারেনননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩৯ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। সামারাবিক্রমা-ধানাঞ্জয়া ডি সিলভারা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে মাহিশ থিকশানা ৩১ বলে ২৯ রান করলে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা।