23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

খেপে গেলেন লিটন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

আগামী ১৯ অক্টোবর বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগাররা। যে কারণে বাংলাদেশ দল এখন অবস্থান করছে পুনেতে। সেখানকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে বাংলাদেশ দল। আজ সেই হোটেলের সামনে সাংবাদিকদের দেখে মেজাজ হারান লিটন।

চলমান বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার পর থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছাড়া গণমাধ্যমে কথা বলেননি দলের কেউই। আজ টিম হোটেলের সামনে গণমাধ্যমকর্মীদের দেখে সিকিউরিটি গার্ড ডাকেন লিটন। তাদের মাধ্যমে সংবাদকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিশ্বকাপের আগে থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন। মিরপুরে কিউইদের বিপক্ষে আউট হওয়ার পর ড্রেসিংরুমের সামনে ব্যাট ভাঙতেও দেখা যায় তাকে।

ভারত মিশনে এখনো পর্যন্ত এক ম্যাচ ছাড়া বাকি সবগুলোতেই ব্যর্থ হয়েছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে দারুণ ব্যাটিং করে রানে ফেরার আভাস দিয়েছেন।