19 September 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পাঁচ গুণ গতি বাড়বে কালুরঘাট সেতু সংস্কারে

Share

আর মাত্র এক মাস পরেই কক্সবাজারে যাবে ট্রেন। ১২ নভেম্বর দোহাজারী–কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে জোরশোরে চলছে কালুরঘাট সেতু সংস্কারের কাজ। সেতুটির সংস্কার ছাড়া এই রেলপথে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেন চলাচল সম্ভব ছিল না।
৯২ বছরের পুরোনো কালুরঘাট সেতুতে শুরু থেকেই ট্রেন চলত। তবে জীর্ণ হয়ে পড়ায় ট্রেনের গতিবেগ ছিল সর্বোচ্চ ১০ কিলোমিটার। সংস্কার করা হলে ট্রেনের গতি পাঁচ থেকে ছয় গুণ বাড়বে। চলতি মাসের মাঝামাঝি সময়ে কালুরঘাট সেতুর সংস্কারকাজ শেষ হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে।
রেলওয়ের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত সংস্কারকাজের অগ্রগতি ৬৫ শতাংশ। গত ১ আগস্ট সেতুটির বড় ধরনের সংস্কারকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই সংস্কারকাজ করছে। পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল বিশেষজ্ঞ। সেতুর সংস্কারকাজ শুরুর পর ট্রেন ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে ফেরি দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।