23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

৩ জন পদার্থে নোবেল পেলেন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সবচেয়ে কমসময়ে আলোকে ধারণ করার ব্যাপারে গবেষণার জন্য চলতি বছর তিন জন পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন। মঙ্গলবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করেছে।

বিজয়ীরা হচ্ছেন, যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির পিয়েরে অ্যাগোস্টনি, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিকসের ফিরেন্স ক্রাসজ এবং সুইডেনের লন্ড ইউনিভার্সিটির অ্যান লরিয়েল। পুরস্কার হিসাবে তারা তিন জন পাচ্ছেন মোট এক কোটি ১০ লাখ ক্রোনার ( ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার)।

রয়েল সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘মানবতাকে পরমাণু ও অণুর ভিতরে ইলেকট্রনের জগত অন্বেষণের জন্য নতুন সরঞ্জাম দিয়েছে এই তিন জনের গবেষণা। যেখানে ইলেক্ট্রনগুলি চলে বা শক্তি পরিবর্তন করে সেখানে আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় তারা উদ্ভাবন করেছেন যা দ্রুত প্রক্রিয়াগুলি পরিমাপে ব্যবহার করা যেতে পারে।’