19 October 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিতে কর্মসূচি ঘোষণা

Share

স্টাফ রিপোর্টার:
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষাবিদ মিলনায়তনে সাধারণ শিক্ষা সমিতি জেলা সভাপতি প্রফেসর দেবাশীষ দেবনাথ এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদর্শন শীল। লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরেও ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করা হচ্ছে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম ও শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু সহ তিন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও একদিনের কর্মবিরতি পালন করবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এতে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতী পালন করবে সংগঠনের সকল সদস্য।