23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

৩০টি বোমা নিষ্ক্রিয় করেছে ইরানি কর্তৃপক্ষ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

তেহরানে একযোগে ৩০টি বোমা নিষ্ক্রিয় করেছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের ২৮ সদস্যকে আটক করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম রোববার গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামিক স্টেটের (আইএস) কিছু সদস্য এবং অপরাধীদের সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাকফিরি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার ইতিহাস রয়েছে।’

ইরানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। এসব হামলার মধ্যে ২০১৭ সালে জোড়া বোমা হামলার ঘটনাও রয়েছে। ওই বছর ইরানের পার্লামেন্ট এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল।

গত বছরের অক্টোবরে একটি শিয়া মাজারে হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠীটি। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সিরাজে ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিল।