23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জুড়ীতে বহিষ্কার আ.লীগ নেতা, জানেন না কারণ!

Share

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিস্কার ও প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে। অথচ কোন কারণে তিনি বহিষ্কার হয়েছেন বিষয়টি জানেন না বলেন জানান মোয়াজ্জেম রুবেল।
এর আগে রবিবার (১১ জুন) উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শাহ মোয়াজ্জেম রুবেল বলেন, বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কী সেটা উপজেলা আওয়ামী লীগ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করেন নি। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেরণ করা হয়েছে সেটি সংগ্রহের চেষ্টায় আছি। সেটি পেলে বুঝতে পারব আমার বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ দেওয়া হয়েছে। আর আমি বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রীর সাথে কথা বলেছি।

জানা যায়, গত ৪ জুন জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেলকে একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়। তাতে উল্লেখ করা হয়- পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক লিখিতভাবে অভিযোগ করেছেন যে, আপনি মারাত্বকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা শাস্তিযোগ্য। যার প্রেক্ষিতে গত ৩১ মে উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে কেন আপনাকে বহিস্কার করা হবে না তার সন্তোষজনক জবাব ৭ দিনের মধ্যে উপস্থাপন করতে হবে। যথা সময়ে নোটিশের জবাব দিয়ে মোয়াজ্জেম রুবেল তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সুনির্দিষ্ট ভাবে জানাতে অনুরোধ করেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগ সেগুলো না জানিয়ে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেন।
বহিস্কৃত জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল বুধবার (১৪ জুন) তার ব্যবহত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এক লাইভে বলেন, জবাব দেওয়ার সুবিধার্থে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুনির্দিষ্ট ভাবে জানতে চাইলেও উপজেলা আওয়ামী লীগ আমাকে তা না জানিয়ে আমাকে বহিস্কার করেন। তিনি আরো বলেন, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক কে একটি পক্ষ ভুল পরামর্শে এধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
আমি সব সময় দলের প্রতি আনুগত্য নিয়ে কাজ করি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নই উঠেনা। আমি ও আমার পরিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সংগঠন আওয়ামিলীগের পতাকা তলে ছিলাম, আছি ও থাকবো। দেশরত্ন মাননীয় জননেত্রী শেখ হাসিনা ও জুড়ী বড়লেখার মাটি ও মানুষের নেতা মাননীয় পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির নিকট এর বিচার চাই।
জানতে চাইলে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া বলেন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল এর বিরুদ্ধে ইউনিয়ন আওয়মী লীগ সভাপতি-সম্পাদক প্রদত্ত অভিযোগের সত্যতা আমার পেয়েছি। তার জবাব সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (চ) ধারা মোতাবেক তাকে বহিস্কার ও প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়।