23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাজউকের জনবলের জন্য ফ্ল্যাট নির্মাণের সুপারিশ

Share

রাজউকের নিজস্ব জনবলের জন্য ফ্ল্যাট নির্মাণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১০ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভায় সভাপতিত্বে করেন।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি, আনোয়ার আশরাফ খান এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি এবং ফরিদা খানম এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২৭তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পগুলোর সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসন পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। রাজউকের নিজস্ব জনবল ও অর্থায়নে উত্তরা ‘বি’ ও ‘সি’ ব্লকে অ্যাপার্টমেন্ট প্রকল্পে বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণের জন্য কমিটি সুপারিশ করে।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয় সাধনের সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।