22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মোহামেডানে খেলবেন সাকিব

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) দল বদলের শেষ দিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আনুষ্ঠানিকতা সারলেন সাকিব আল হাসান। গতবারও তিনি এই ক্লাবে খেলেছেন, এবারও আগে থেকেই চূড়ান্ত ছিল। আনুষ্ঠানিকতা বাকি ছিল, যেটি অবশেষে সম্পন্ন হলো।

শনিবার (০৪ মার্চ, ২০২৩) সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। এর আগে মোহাম্মদ আশরাফুলও মোহামেডানের হয়ে এই আসরে খেলার জন্য নাম লেখান। তিনি ব্রাদার্স ইউনিয়ন থেকে মোহামেডানে যোগ দেন এই আসরের জন্য।

ঢাকা লিগের দল বদল শুরু হয়েছে ২ মার্চ থেকে। প্রথম দিন মোহামেডানের হয়ে দল বদল করেছিলেন মাত্র দুজন। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে ইমরুল কায়েস ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভেড়ায় তারা। আজ নাম লেখালেন সাকিবরা।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাকিবকে পুরো আসর জুড়ে পাওয়া যাবে না। গত আসরে মোহামেডানে থাকার পরও সুপার লিগে খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। মোহামেডান সুপার লিগে নাম লেখাতে পারেনি গতবার। এবারের আসর শুরু হবে ১৫ মার্চ থেকে।