22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

হাতুরু কড়া হেডমাস্টার

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চলতি মাসেই বাংলাদেশে পা রাখার কথা রয়েছে টিম টাইগার্সের নতুন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। এর আগেও তিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করেছিলেন হাথুরু। সে সময় জাতীয় দলের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজনও। আর ঠিক সে কারণেই হাথুরুকে বেশ কাছ থেকেই দেখেছেন সুজন। এবার জানালেন সে খুবই ভালো মানুষ এবং যা বলে সামনাসামনি বলে। অকপটেই জানালেন, লঙ্কান এই কোচকে দারুণ লাগে তার।

মঙ্গলবার শেরে-ই বাংলার একাডেমি মাঠে সুজনের দল খুলনা টাইগার্স অনুশীলন করে। এরপরই গণমাধ্যমে মুখোমুখি হন তিনি। সেখানে হাথুরু প্রসঙ্গ আসলে সুজন বলেন, ‘আমরা সবসময় শুনি তাকে কড়া হেডমাস্টার বলা হয়, কিন্তু ওই ধরনের কড়া সে নয়। ও আসলে কারও পেছনে কথা না বলে সামনে বলে। এটাই তো ভালো মানুষের লক্ষণ। হাথুরু ভালো মানুষ, যা বলে সামনেই বলে, পেছনে কিছু বলে না। পেছনে না বলে একটা খেলোয়াড়ের যদি সামনে বলে তোমার থেকে এটা চাই বা তোমাকে এটা করতে হবে এটাতে আমি খারাপ তো দেখি না। এতে সে কড়া হেডমাস্টার হলেও তাই।’

সুজন যোগ করেন, ‘কিন্তু আমি মনে করি অনেক কোচের সঙ্গে কাজ করেছি বাংলাদেশে যারা সামনে একরকম পেছনে অন্যরকম কথা বলেন। আমার হাথুরুকে দারুণ লাগে ও সাকিব বা তামিম অবশ্যই তাদের সম্মান করে। বড় খেলোয়াড় বা সিনিয়র খেলোয়াড়। কিন্তু সে টিমের মধ্যে ডেফিনেশন তৈরি করে না। সে মনে করে টিমে একজন জুনিয়র যে সম্মান পাবে সিনিয়র সেটাই পাবে।’

হাথুরুর সঙ্গে ইতোমধ্যে সুজনের কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘হাথুরুর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমার সঙ্গে ইতোমধ্যে ফোনে কথা হয়েছে। এ ব্যাপারটা নিয়ে বেশ বিস্তারিত আলাপ হয়েছে। সে এ বিষয়ে খুবই পজিটিভ। ও চায় একটা বড় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ থাকুক। লোকালদের নিয়ে টিম যখন বাইরে চলে যাবে কারণ ও জানে এই প্রব্লেমটা নিয়ে। এই ব্যাপারটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে যে কিভাবে আমরা উন্নতি করতে পারি। ও আসুক এ ব্যাপার নিয়ে আমরা কথা বলবো।’