রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান দেখতে রাস্তায় ভিড় করেছেন বহু মানুষ। সোমবার (১৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ওয়েস্টমিনিস্টার অ্যাবের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। অনেকে মোবাইলে শেষকৃত্যানুষ্ঠানের লাইভ ভিডিও দেখছেন।
এদিকে রানির কফিন নিয়ে আরেকটি শোক মিছিল যাত্রা শুরু করেছে। এটি আগেরটির চেয়ে অনেক বড়, পাড়ি দেবে আরও অনেক দীর্ঘ পথ।
শোক মিছিলের পেছনে একটি গাড়িতে যাচ্ছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন।