31 October 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

শেয়ারবাজারে সূচকের উত্থান

Share

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৪ কোম্পানির। দরপতন হয়েছে ৫৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৭২ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৪২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত আছে ৭৬ টির। দিন শেষে সিএসইতে ৩৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *