22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশী তিন ক্রিকেটার

Share

বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১২তম আসরের ড্রাফটের জন্য ১৩টি দেশের মনোনীতি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। সেখানে তিন বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়েছে।

এবারের আসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের দুই পেসার শফিউল ইসলাম ও আল আমিন এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মন্ডলের নাম এসেছে। আগামী ২৮ আগস্ট হবে ড্রাফট, তারপরই জানা যাবে এই তিনজন কোনো দল পাচ্ছেন কি না।

বাংলাদেশ থেকে কেবল একজন ক্রিকেটারই বিবিএল খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পরের বছর মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।

এবারের বিবিএল হবে ১৩ ডিসেম্বর, ফাইনাল ৪ ফেব্রুয়ারি। এরই মাঝামাঝি সময়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই প্রতিযোগিতার সূচি সাংঘর্ষিক হওয়ার কারণে এই তিন ক্রিকেটার দল পেলেও তারা অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনাপত্তিপত্র পাবেন কি না সেটাই দেখার।

আগামী বছর ৫ জানুয়ারি শুরু বিপিএল। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *