21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পদ্মা সেতুতে ঈদের আগে মোটর সাইকেল চলবে না

Share

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি জানান, পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে যাতে কেউ হাঁটাহাটি করতে না পারে তা আরও কঠোর মনিটরিং করা হবে। সেতুতে মানুষের হাটার কোনো সুযোগ নেই। সেখানে কোনো ফুটপাত রাখা হয়নি। চলাফেরার কোনো সুযোগও নেই।

এর আগে, গত ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *