14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান

Share

স্টাফ রিপোর্টার::
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে অবিলম্বে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের আহŸান জানান।
বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে চৌমুহনা চত্ত¡রে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে এনসিপির মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বক্তব্য রাখেন। পরে তারা মিছিল করে প্রেসক্লাব চত্ত¡রে গিয়ে অবস্থান নিয়ে নানা ¯েøাগান দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি কেন্দ্রীয় নেতা মারুফ, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, সমন্বয়ক কাজী মঞ্জুরুল, শাহ মিছবাহ, আব্দুস সালাম ও জাবেদ প্রমুখ।