05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

একাদশে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

চলমান শ্রীলঙ্কা সফরে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাঈম শেখের জায়গায় দলে এসেছেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।