14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

এনসিপির শ্রমিক উইংয়ের চট্টগ্রাম নগর কো-অর্ডিনেশন কমিটি গঠন

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এই কমিটির সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন জিলানীকে।

আজ (মঙ্গলবার) এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকিরের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী, ২৬ জনকে সংগঠক ও ৫২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. মনসুর আলম, রেজাউল করিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আজিজ মিয়া, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, শামীম হোসেন, আব্দুল আউয়াল ফয়সাল ও সাজিম রহমান।