
স্টাফ রিপোর্টার::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশে পাশে আছে। আমাদের শহরে আছে, গ্রামে গঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করতে পারে। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা, বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।
রবিবার (২২ মার্চ) দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা: এ. জেড. এম জাহিদ আরও বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।
মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান ষ্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন পূর্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরবর্তী কাউন্সিলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মুকিত।
এদিকে একতরফা সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবীতে স্থানীয় বিএনপি’র(একাংশের) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে শুরু হয়ে হামিদিয়া পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা প্রমুখ।
বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাতিল করে নিরপেক্ষ ও নির্যাতিত নেতৃবৃন্দকে অন্তভুক্ত ও সমন্বয় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষনার দাবী জানান।