05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাহীন আহমদ (৩০)। তার বাড়ি  উপজেলার আদমপুর ইউনিয়নের আদখানী গ্রামে।

বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া ঢাকা সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে  বনকর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আহত শাহীন মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় রয়েছে। বুধবার শাহীন মিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে ভেতরে রেলগেটের পূর্ব দিকে রেললাইন দিয়ে হেটে কিছু দূরে চলে যান। হঠাৎ ট্রেন এলে ট্রেন চালক অনেকবার হর্ন দিলে সরেনি।পরে ট্রেনের ধাক্কায় ডান পা কাটা পড়ে যায় এবং শরীরে মারাত্মক জখম হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক সরকার বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। 

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহত যুবক একজন টিউবওয়েল মিস্ত্রি এবং মানসিক সমস্যা রয়েছে।