05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩জনকে বিএসএফের পুশইন

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের পুশইন করা হয়।

যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে ৪জন পুরুষ ৩জন মহিলা ও ৬জন শিশু রয়েছে। আটককৃতদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাতে এই মুহূর্তে কোন কাগজ না থাকায় যাচাই বাচাই করতে একটু সময় লাগছে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৩৫০জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখ উপজেলা দিয়ে ২৬৪ জনকে পুশইন করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাই বাছাই করে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।