05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুলাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক জব্দ

Share

স্টাফ রিপোর্টার::


মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ জুন) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের পিরের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ লালারচক বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সীমান্ত দিয়ে মাদক কারবারিরা একটি চালান প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘পিবিআরএক্স’ জব্দ করা হয়।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত পথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এসব অপরাধ দমনে বিজিবির টহল, নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।