05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক বার্তা

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের মাঝামাঝিতে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পারে এ দুটি দেশ।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই মঙ্গলবার (৩ মে) জানিয়েছে, আগামী ১৭ জুন নিউইয়র্কে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ আয়োজনে সম্মেলনটি হবে। সেখানেই ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। সঙ্গে যুক্ত হতে পারে যুক্তরাজ্যের নাম।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ফ্রান্স সরকার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে।

মিডল ইস্ট আইকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এরমধ্যেই যুক্তরাষ্ট্র গোপনে ফ্রান্স এবং যুক্তরাজ্যকে বলছে তারা যেন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়। অপরদিকে আরব দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এ দুটি দেশের সঙ্গে কাজ করছে।

ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে জাতিসংঘের মাধ্যমে ১৯৪৭ সালে সৃষ্টি হয় ইসরায়েলের। এরপর এই দখলদাররা ক্রমাগত ফিলিস্তিনি অঞ্চল দখল করে গেছে। আর সেসব জায়গায় স্থাপন করেছে ইহুদি বসতি। এখন বিশ্বের সব দেশের ভাষ্য ফিলিস্তিনকে আলাদা স্বাধীন রাষ্ট্র না বানানো পর্যন্ত ইসরায়েলের এই দখলদারিত্ব অব্যাহত থাকবে।

সূত্র: মিডেল ইস্ট আই