05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

যাত্রী সেজে চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই 

Share

স্টাফ রিপোর্টার::

যাত্রী সেজে গাড়িতে উঠেন ৪ জন অপরিচিত লোক। সিএনজি চালিত অটোরিকশা যখন পাহাড়ের নির্জন জায়গায় আসে তখন যাত্রী সেজে বসে থাকা চক্রটি তৎপর হয়। চালক গৌড় বৈদ‍্যকে অজ্ঞান করে গাছের সাথে বেধে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় চক্রটি।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগরের পাহাড়ি নির্জন স্থান ২৪ নাম্বার এলাকায়।

পারিবারিক  সূত্রে জানা যায়, স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে খবর দিলে পরিবারের লোকজন গৌড়কে  রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নেওয়া হয়। গৌড় রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের নন্দিউড়া গ্রামের বাসিন্দা।

গৌড় বৈদ‍্যের আত্নীয় লিটন বৈদ‍্য জানান, গৌড়  শুক্রবার (৩০ মে) রাতে সিএনজিচালিত  অটোরিকশা গাড়ি নিয়ে জুড়ী বাজারে যাত্রী নিয়ে  গিয়েছিলেন। রাতে তিনি জুড়ী বাজার থেকে আসার পথে রাস্তায় চার জন যাত্রীকে গাড়িতে তুলেন। রাস্তার মাজখানে অর্থাৎ রাজনগরের পাহাড়ি নির্জন ২৪ নম্বর এলাকায় আসার পর সেই যাত্রীরা তার নাকে রুমাল পেছিয়ে অজ্ঞান করে তার সিএনজি গাড়িটি নিয়ে পালিয়ে যায় এবং তাকে গাছে বেঁধে রেখে যায়।

রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের আহমদ চৌধুরী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, মধ‍্য রাতে তিনি বিষয়টি জেনেছেন। তাদের বলছেন থানায় অভিযোগ দেওয়ার জন‍্য।

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারি কমিনিটি মেডিক্যাল কর্মকর্তা সুহেল  রানা বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

শনিবার বিকেলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুর্শেদুল হাসান খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।