05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

লাউয়াছড়ায় অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাবার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটি ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয়রা জানায়, প্রচন্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের উপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে রেল লাইনে হেলেপড়া গাছের সাথে ধাক্কা লাগে। গাছের সাথে ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে  স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সাথে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাকা হয়ে গেছে। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।