24 June 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ইশরাক অনুসারীরা

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। একই দাবিতে সাত দিন ধরে আন্দোলন করে যাচ্ছে তারা। এর আগে ছয়দিন নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে।

বুধবার (২১ মে) বিকেলেও মৎস্য ভবন, হাইকোর্ট এলাকা, কাকরাইল, যমুনার দিকের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলতেই থাকবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা। ঢাকার বিভিন্ন এলাকার নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্ম বিরতি পালন করছেন তারা। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করছেন।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ আয়োজন করছেন না স্থানীয় সরকার মন্ত্রণালয় উলটো প্রতিবন্ধকতা তৈরি করছেন বলে অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।