
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে একটি অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ৩ নাম্বার লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, দুপুর ২টার দিকে সিলেটগামী অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এটি স্টেশনের ৩ নাম্বার লাইনে হওয়ায় বাকী ট্রেন চলাচলে সমস্যা হবে না। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও অয়েল ট্যাংকার ট্রেনটি উদ্ধার করতে সময় লাগবে।