14 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিএসএফের পুশইন : বড়লেখা সীমান্তে আটক ৩৫ জনকে পরিবারের জিম্মায়

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকার পয়েন্ট দিয়ে দুইদিনে প্রায় শতাধিক মানুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

আটককৃতদের পরিচয়ও মিলেছে। তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। একট সূত্র জানায়, এরমধ্যে ৫৮ জনকে আটক করে বিজিবি। শুক্রবার আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা জানিয়েছেন, তারা গত বছরে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রেবশের সময় আটক ৪৪ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আটককৃতরা বাংলাদেশি। তাদের পরিচয়ও পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তাদেরও পরিবারের জিম্মায় দেওয়া হবে।