12 July 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ, জানালেন মুমিনুল

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে গেছে। আর শেষ সেশনের অর্ধেক পণ্ড হয়েছে আলোকস্বল্পতায়। মাঝে খেলা হয়েছে কেবল দ্বিতীয় সেশন। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। ১১২ রানের লিড নিয়ে আগামীকাল চতুর্থ দিনে ব্যাট করতে নামবে স্বাগতিক দল।

সেক্ষেত্রে জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ এমন প্রশ্ন প্রত্যাশিত। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক জবাবে বলছিলেন, ‘৩০০ হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০ এর ওপরে। আর ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকবো। আত্মবিশ্বাস এই কারণে শান্ত জাকেরের পরে আমাদের টেলএন্ডারে যারা রয়েছেন তাইজুল তারপরে হাসান তারা ব্যাটিং করতে পারে। এজন্য আত্মবিশ্বাসটা বেশি।’

ব্যাখা করে বললেন, ‘অবশ্যই এসব জায়গা আমাদের যারা দুজন ব্যাটিং করছেন, এরপরে মিরাজ রয়েছেন অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, কালকে সকালে খেলা হয়তো খুব কঠিন হয়ে আসবে। সে সময়ে ক্যাল্কুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে, একটা সময় খেলাটা একটু ছাড়বে। সে সময়ে আমরা খেলাটা ধরতে পারবো।’

আরও যোগ করেন, ‘ক্রান্স মোমেন্ট, আমাদের যে সময়টা থাকবে সে সময়ে লম্বা সময়ের জন্য মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। আমার আর শান্তর যেমন ৫০ রানের একটি জুটি হয়েছিল ওই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি এরকম কিছু মুহূর্ত লাগবে। সে সময় ৫০ রান কিংবা দেড়শো-১৭০ রানের জুটি করলে তখন তিনশ রানের লক্ষ্য সম্ভব।’

দ্বিতীয় ইনিংসে সেট হয়ে বড় রান করতে ব্যর্থ মুমিনুল। বড় করতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বলছিলেন, ‘অবশ্যই, প্রস্তুতি ৫ দিনের নিয়েছি। আমার কাছে মনে হয় খুব একটা ভালো প্রস্তুতি ছিল। টেস্ট ম্যাচ যখন খেলি, তখন ১০০ এর চিন্তাভাবনা করে খেলি না। চিন্তা করি তিন-চার-পাঁচ সেশন কীভাবে ব্যাটিং করা যায়। আমি সিনিয়র ব্যাটার হয়েও দুই ইনিংসে সেট হয়ে আউট হয়েছি, হয়তো এক সেশন ব্যাটিং করেছি। আমার কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য না৷ তিন সেশন ব্যাটিং করতে পারলে প্রথম বা সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে যেতে পারতাম।’