

স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের চুংগাবাড়ী থেকে ৮৭১ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতা সহ দুই জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৪ মার্চ) দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের রাজকী বিওপি কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ফুলতলা ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন ও ইমন মিয়া। জাহাঙ্গীর হোসেন ফুলতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার চুংগাবাড়ী রোডে অভিযান পরিচালনা করার সময় সিএনজিযোগে (তিন) জন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় টহলদল সিএনজিটিকে থামানোর সিগন্যাল দেয়। সিএনজি চালক দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে পালানোর চেষ্টার প্রাক্কালে টহলদল দুই জনকে আটক করতে সক্ষম হয় এবং অপর এক জন পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল আটককৃত যাত্রীসহ সিএনজিটিকে তল্লাশী করে আকটকৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেট হতে ০১ প্যাকেট করে ০২টি প্যাকেট এবং সিএনজির সীটের নীচ হতে আরও ০৩ প্যাকেটসহ সর্বমোট ০৫ টি কালো পলিথিনের প্যাকেট জব্দ করে। এ ক্ষেত্রে স্থানীয় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে প্যাকেটগুলো খোলা হলে উক্ত প্যাকেটগুলোতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ইয়াবা ট্যাবেলট গণনা করে ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে বিজিবির হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক মোঃ মেহেদী হাসান বলেন, ‘‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, “আটককৃত ব্যক্তি যুবদলের কমিটিতে থাকলে আমরা তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বহিষ্কার করবো।