05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

অনুগতদের সরকারি অতিরিক্ত চাল দিলেন চেয়ারম্যান

Share

স্টাফ রিপোর্টার::

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণের জন্য দেয় সরকার। অভিযোগ উঠেছে নির্ধারিত ১০ কেজির পরিবর্তে নিজের অনুগত কয়েকজনকে ৩০ কেজির আস্ত বস্তাই তুলে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান। ঘটনাটি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের। এ বিষয়ে ওই ইউনিয়নের বাসিন্দা রোববার (১৬ মার্চ) জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সামসউদ্দিন উল্লেখ করেন শনিবার (১৫ মার্চ) রমজান ও ঈদ উপলক্ষে সাগরনাল ইউনিয়ন পরিষদে দরিদ্র লোকদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) শরফ উদ্দিন কর্তৃক নিজ অনুগত লোকদেরকে ১০ কেজির পরিবর্তে সরকার কর্তৃক সরবরাহকৃত সেলাই করা বস্তায় একবস্তা করে চাল দিয়ে দিচ্ছেন এরকম সংবাদ শুনে একজন সচেতন নাগরিক হিসেবে আমি তৎক্ষণাৎ ইউনিয়ন পরিষদে যাই এবং সেখানে গিয়ে আমি এর সত্যতা পাই। আমাদের সামনে শরফ উদ্দিনের কাছের লোক বলে পরিচিত উত্তর সাগরনাল গ্রামের আব্দুল কাইয়ুম ও একই গ্রামের জফর আলীকে সরকার কর্তৃক সরবরাহকৃত চালের সেলাই করা পুরো বস্তা কাধে করে নিয়ে যেতে দেখি। এসময় আমার অপরিচিত আরও দুইজন লোক একইভাবে একবস্তা করে চাল নেয়ার সময় উপস্থিত লোকজন বাধা দিলে তারা বস্তা ফেরত দিতে বাধ্য হন।’

অভিযোগের সাথে এসব ঘটনার ভিডিও করে ইউএনও’র হোয়াটসঅ্যাপে দিয়ে তদন্ত সাপেক্ষ উক্ত ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন সামসউদ্দিন। অবগতির নিমিত্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মৌলভীবাজারের জেলা প্রশাসককে অনুলিপিও দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, প্রতি বছর চাল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর চাল বিতরণ করা হয়। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ দিয়েছে।

তিনি বলেন, অনেকে হয়তো দুই তিনজন মিলে আলাদা চটের বস্তায় একসাথে করে চাল নিয়েছে। কেউ কেউ আবার ইউপি সদস্যদের থেকে পৃথকভাবে দুইবার চাল পেয়েছে। তবে ইউনিয়নে আগত প্রত্যেককেই চাল প্রদান করা হয়েছে। এখানে অনেক লোকও ছিলেন। তারা দেখেছেন আমি কি করেছি। মূলত আমার কার্যক্রমে সাধারণ মানুষ সন্তুষ্ট থাকলেও প্রতিপক্ষ বিরক্ত। তাই অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউএনও বাবলু সূত্রধর জানান, সোমবার একজন কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হবে। তদন্ত কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে । তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।