
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় রাস্তার উপরে ও ফুটপাতে বসা দোকানগুলো উচ্ছেদ করেছে প্রশাসন। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
বুধবার (১২ মার্চ) দুপুরের পর থেকে শহরের পশ্চিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও পৌর প্রশাসক বুলবুল আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট মো: সোহাগ মিলু। উচ্ছেদ অভিযান শুরু হবার সাথে সাথে পশ্চিম বাজারে রাস্তার উপরে বসা সকল দোকানপাঠ খালি হয়ে যায়। অনেকে দ্রæত দোকান-পাঠ লাগাতে শুরু করেন ও অতিরিক্ত মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়েন। অভিযানে বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজেস্ট্রিট মো: সোহাগ মিলু বলেন, ফুটপাতে দোকান বসে সাধারণ জনগণের চলাচলে বিঘœ ঘটে ও যানজট লেগে থাকে। এ অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে ও ভবিষ্যতে কঠোর আইন প্রয়োগ করা হবে। আজকে ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।