05 December 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে সোমবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়। 

এছাড়া অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান পরিচালনার অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজকের এই অভিযান আমাদের নিয়মিত অভিযানের অংশ।